===নীল জোছনা===
লিখেছেন লিখেছেন Md Arif ২৫ আগস্ট, ২০১৪, ১২:৪৯:১৭ রাত
রাত্রী নিঝুম, চোখে নেই ঘুম
ঝিঁ-ঝিঁ পোকার শব্দ,নীরব নিস্তব্ধ
নির্মল বায়ু, পুরাবেনা আয়ু
জোছনার রাত,ভেঙ্গে যাক বাঁধ
এই ভরা জোছনায়
শুধু তুমি না থাকায়
সুখ পাখিটাও নেই পাশে, তাই
একা বসে জানালায়।
তুমি চলে এসো হে জোছনাপরী
তোমাকে নিয়েযাব গাঁয়ের ঐ হাটে
কিনেদেব বেলীর মালা,হাটবো মেঠোপথে
পাঁ বিজিয়ে বসবো দুজন,শান বাধানো ঘাটে
তুমি চলে এসো, হে জোছনার নীল
তোমায় নিয়ে পাড়ি দেব গাঁয়ের ঐ বিল
নির্ঘুম কেটে যাবে জোছনার রাত
পাড়ি দেব বাঁকা নদী,হাতে রেখে হাত।
তুমি চলে এসো,হে জোনাকি মেয়ে
চাঁদ জোছনায় সিঁথিদেব তোমার কুন্তলে
গল্প মুখে কেটে যাবে চন্দ্রিমা রাত
ভোরের কিরণ উকিদেবে 'সোনালী প্রভাত'
বিষয়: বিবিধ
৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন